You are currently viewing লকডাউনে বাড়ি বসে রোজগারের ১০ টি ব্যবসায়ীক পরিকল্পনা  (10 Home based Business ideas)
লকডাউনে বাড়ি বসে রোজগারের ১০ টি ব্যবসায়ীক পরিকল্পনা 10 Home based Business ideas

লকডাউনে বাড়ি বসে রোজগারের ১০ টি ব্যবসায়ীক পরিকল্পনা (10 Home based Business ideas)

লকডাউনে বাড়িতে বসে ভাবছেন অফিস না গিয়ে কিভাবে কিছু টাকা উপার্জন করবেন? ২০২১ বাড়িতে বসে কিছু কাজ করে রোজগার এর সুযোগ অনেক বেশি অফিসে গিয়ে কাজ না করে এখন বাড়ি বসে অনলাইনেই নিজের পছন্দ মত ব্যবসা শুরু করতে পারেন এই সময়ে অনলাইনে বিভিন্ন কাজের মাধ্যমে অর্থ উপার্জনের হার অনেক বেড়ে গেছে আপনিও জেনে নিন কোন কাজটি আপনার জন্য সঠিক হবে:

ব্লগিং শুরু করে তা নগদীকরন করা : (Making blogs and monetise)

 ২০২১ সালে একটি ব্লগ করে তা থেকে নগদীকরন করা তুলোনামূলকভাবে সহজ তবে ধারাবাহিকতা বিষয় বস্তুর ভালো মান ব্লগকে দীর্ঘমেয়াদি রুপে লাভজনক করতে পারে এবং এর সঙ্গে বিভিন্ন পন্যের বিজ্ঞাপন দেওয়া যেতে পারে

ইউটিউব (YouTube) চ্যানেল বানিয়ে তা নগদীকরন করা : (Making YouTube Channel and Monetise) :

বর্তমানে ইউটিউব চ্যানেল বানিয়ে বিভিন্ন বিষয়ের ওপর ভিডিও তৈরি করে নিজের সখ কে উপার্জনের মাধ্যমে পরিণত করার সুবর্ণ সুযোগ নূন্যতম ডিজিটাল ডিভাইস(Digital Device) ব্যবহার করে ভালো বিষয় – বস্তুর উপর ভিডিও করে তা থেকে নগদীকরণ করা সম্ভব

অ্যাফিলিয়েট মার্কেটিং : (Affiliate Marketing)

অ্যাফিলিয়েট মার্কেটিং মূলত অন্য কারও পণ্যের প্রচার করে কমিশন অর্জনের প্রক্রিয়া, যার দুটি প্রধান উপায়:

  • ) ইনফরমেশন প্রোডাক্ট(Information Product):  বুক(e-Book), মেম্বারশিপ সাইট(Membership Site) সহ বিভিন্ন পণ্যের প্রচার করে কমিশনে ৫০% বা তার বেশি আয় হতে পারে প্রবেশের ক্ষেত্রে অপেক্ষাকৃত বাধা কম এবং প্রচার পণ্য খুঁজে পাওয়া সহজ
  • )আমাজন পার্টনার(Amazon Partner): আমাজনের লক্ষাধিক সামগ্রী থেকে যে কোন সামগ্রী বেছে তার প্রচার করা যেতে পারে

অনলাইন কোচিং (Online Coaching):

এই অতিমারির মধ্যে যেকোনো কনফারেশন্স অ্যাপ এর মাধ্যমে অনলাইন কোচিং অত্যন্ত লাভজনক 

কপিরাইটিং (Copywriting):

লেখালেখি পছন্দ করা মানুষদের জন্য কপিরাইটিং অন্যতম উপায়যেকোনো প্রকার বিজ্ঞাপন বা কোনো পণ্য সম্পর্কিত ব্লগ , সমস্ত কিছুই কপি রাইটিং এর মাধ্যমে যথেষ্ট পরিমাণে আয় করা সম্ভব

কনসাল্টিং বিজনেস (Consulting Business):

একজন পরামর্শদাতা(Consultant)  হিসাবে একটি নির্দিষ্ট বিষয়ে পরামর্শ/অভিজ্ঞতা প্রদান করে ক্লায়েন্টকে  তার সমস্যার সমাধান করে সেখান থেকে আয় করা সম্ভব  

ইনস্টাগ্রাম স্পনসরশিপ (Instagram Sponsorship):

ইনস্টাগ্রামে যদি যথেষ্ট পরিমাণে ফলোয়ার থাকে, তবে তা থেকে স্পন্সরশীপ পাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে

উদাহরণস্বরূপ, যদি আপনার অ্যাকাউন্ট ফিটনেসে ফোকাস করা হয়, তাহলে আপনি প্রোটিন পাউডার, সাপ্লিমেন্ট ইত্যাদি পণ্যের স্পন্সরশিপ অর্জন করতে সক্ষম হতে পারেন

পডকাস্ট(Podcast) :  

ইউটিউব চ্যানেল এর মতই বিভিন্ন অডিও মাধ্যমে যেকোনো বিষয়ের ওপর ভয়েস রেকর্ড করে পডকাস্টিং (Podcasting) করাও একটি ভালো উপায়

ফ্রিল্যান্স পেপারক্লিক (পিপিসি) পরামর্শ (Pay-per-click Marketing):

এটি ইন্টারনেট মার্কেটিংয়ের একটি ধরণ যেখানে বিজ্ঞাপনদাতারা প্রতিবার তাদের একটি বিজ্ঞাপন ক্লিক করার সময় একটি ফি প্রদান করে সোজা কথায়, এটি আপনার সাইটে ভিজিট কেনার একটি উপায়

এটিতে দক্ষতা আয়ত্ত করতে পারলে অন্যান্য ব্যবসাগুলিতে পরিষেবাটি দেওয়া যাবে

১০ বায়োডাটা / কভার লেটার রাইটিং (Bio-Data/Cover Letter Writing) :

নিজের সৃজশীলতাকে কাজে লাগিয়ে চাকরি বা ইন্টারভিউ এর জন্য বায়োডাটা  বা কভার লেটার রাইটিং করে উপার্জন সম্ভব

 

আজকালের দিনে জব সিকিউরিটি (Security) খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এইকারনে অনেকেই অনলাইনে নিজস্ব ব্যাবসা শুরু করছেন কম খরচে বাড়ি বসে রোজগার করার জন্য অনলাইন ব্যাবসা খুবই সহজ কয়েকটি ধারণা বাছুন এবং সেগুলো করার চেষ্টা করুনপরবর্তী বছরের এই সময়ের মধ্যে, আপনার নিজের অনলাইন ব্যবসা সফল এবং লাভজনক হতে পারে!

This Post Has 2 Comments

  1. Diya Bhattacharya

    Useful article

    1. Sourav Mukherjee

      নিবন্ধটি পড়ার জন্য ধন্যবাদ। বাংলার ব্যবসা সম্পর্কে আপডেট পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।

Leave a Reply